আয়াতুল কুরসী পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। একটি প্রসিদ্ধ আয়াত, এ আয়াতে মহান আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকায় আল্লাহ এই আয়াতে অনেক ফজিলত রেখেছেন।
আয়াতুল কুরসিতে মোট ৯টি বাক্য আছে। প্রথম বাক্যের সঙ্গে নবম বাক্য, দ্বিতীয়র সঙ্গে অষ্টম বাক্য, তৃতীয়র সঙ্গে সপ্তম বাক্য ও চতুর্থর সঙ্গে ষষ্ঠ বাক্যের অলৌকিক মিল রয়েছে ! বাদ পড়া পঞ্চম বাক্যটি অত্যান্ত সুন্দরভাবে অর্থ ও অবস্থানকে অর্থবহ করে তোলে।
পবিত্র হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন, তাঁর জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ব্যতীত অন্য কিছু বাধা হবে না।
হাদিসে আরো পাওয়া যায়, কোরআনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি।
সহিহ বুখারির ২৩১১ নং হাদিস থেকে জানা যায়, কোন ব্যক্তি আয়াতুল কুরসী পড়ে ঘুমাতে গেলে মহান আল্লাহ ঐ ব্যক্তির জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে তার সাথে থাকবে এবং সকাল পর্যন্ত তার সঙ্গে সকাল পর্যন্ত কোন শয়তান আসতে পারবে না।
আয়াতুল কুরসী বাংলা উচ্চারন
আল্লা হু লা ইলা হা ইল্লা হু ওয়াআল হাইয়্যুল ক্কাইয়্যুম লা তা’খুযুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াশফায়ু’ ইনদাহু ইল্লা বি ইযনিহ। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম্ মিন ইল্’মিহি ইল্লা বিমা শা’আ। ওয়াসিয়া’ কুরসিউ হুছ ছামাওয়াতি ওয়াল আরদ্, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল’ আলিয়্যুল আযীম।
Ayatul Kursi in English Pronunciation
Allah hu la ila ha illa hu waaal hayyul qayyum la ta’khujuhu sinatyu wala naum. Lahu ma phishchama wati wama fil ard. Maan Jallaji Yashfayu' Indahu Allah Bi Eijneh. Ya'lamu ma baina aidihim wama khalfahum wala yuhituna bishaiim min il'mihi illa bima sha'a. Wasiya' kursiu hush chamawati wal ard, wala yaudhu hifjuhuma wahual' aliyul azeem.
আয়াতুল কুরসী বাংলা অর্থ
আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে বিংকা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলেোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
সুরা আল বাকারাহ, আয়াত- ২৫৫
আরো ইসলামিক তথ্য জানতে ক্লিক করুন
No comments:
Post a Comment