ইসলামের সূচনা
আল্লাহ
ব্যতীত অন্য কোন ইলাহ নেই, হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল।
এটিই চচ্ছে মুসলিমদের মূল পরিচয়। কিন্তু ইসলামের সূচনা কখন হয়েছে এ নিয়ে আমাদের অনেক
প্রশ্ন রয়েছে। অধিকাংশ মানুষ এমনকি অধিকাংশ মুসলিমরাও দাবি করেন মহানবী হযরত মুহাম্মদ
(স:) হচ্ছেন ইসলামের প্রতিষ্ঠাতা।
কিন্তু
মুসলমানের মূল কালিমা, কালেমায় তাইয়্যেবা: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই, হযরত মুহাম্মদ (স) আল্লাহর প্রেরিত
রাসুল। এই পবিত্র কালিমার দুইটি অংশ রয়েছে-
১।
লা ইলাহা ইল্লাল্লাহ- আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই।
২।
হযরত মুহাম্মদ (স:) আল্লাহর প্রেরিত রাসুল।
একটু
ভাবুন তো প্রথম অংশে কী বলা হয়েছে! আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই। আর এই অংশটুকু
সর্বপ্রথম আদম (আ) বিশ্বাস করতেন। মহান রাব্বুল আলামীন প্রথম মানব সাইয়্যেদানা আদম
(আ) কে সৃস্টি করেছেন যা পবিত্র কুরআন মজিদে সূরা বাকারা ২: ৩০-৩৯ আয়ত থেকে জানতে পারি,
মহান রাব্বুল আ’লামীন হযরত আদম (আ:) কে সৃষ্টি করেছেন এবং সকল ফেরেশতা ও ইবলিশকে আদম
(আ) কে সিজদাহ করতে বললেন, কিন্তু ইবলিশ হযরত (আ:) কে সিজদাহ করলন ফলে আল্লাহ তাকে
শয়তান উপধি দিয়ে বের করে দিলেন। এরপর অনেক ঘটনা আছে যা আমরা মসুলিমরা ইতিমধ্যে অবগত
আছি, তথাপি বিস্তারিত জানতে উল্লেখিত আয়াত সমূহের ব্যখ্যা পড়তে পারেন। অত:পর সাইয়্যেদানা
আদম (আ) এর নিঃসঙ্গতা দূর করতে হাওয়া (আ) কে সৃষ্টি করে মহান আল্লাহ উভয়কে পৃথিবীতে
প্রেরণ করেন। এরপর থেকে হযরত আদম (আঃ) এবং হাওয়া (আ) এর সন্তান জন্মগ্রহন করতে শুরু
করে। হযরত আদম (আ) আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তাঁর সন্তানদেরকে এক আল্লাহর
ইবাদাত বন্দেগী এবং পৃথিবীতে ইসলামকে সমুন্নত রাখতে দিক্ষা দিতেন। এটা থেকেই প্রমানিত
হয় যে, হযরত আদম (আ) মুসলিম ছিলেন। আর ইসলামের সূচনা আদম (আ) থেকেই অর্থাৎ প্রথম মানব
মুসলিম ছিলেন।
পবিত্র
কোরআন শরীফে ২৫ জন নবী রাসুলের নাম এসেছে যারা হলেন- আদম (আ), নুহ (আ), ইদরিস (আ), হুদ (আ), সালিহ (আ),
ইবরাহিম (আ), ইসমাইল (আ), ইসহাক (আ), লুত (আ), ইয়াকুব (আ), ইউসুফ (আ), শুয়াইব (আ),
মুসা (আ), হারুন (আ), ইলিয়াস (আ), ইয়াসা (আ), দাউদ (আ), সুলাইমান (আ), আইয়ুব (আ), ইউনুস
(আ), জুলকিফল (আ), জাকারিয়া (আ), ইয়াহইয়া (আ), ঈসা (আ), মুহাম্মদ (স)।
এছাড়াও
পবিত্র কুরআন মজিদের সূরা বাকরার ২৮৫ নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আ’লামীন পূর্ববর্তী
সকল নবী-রাসুলগণদের প্রতি ঈমান আনার নির্দেশ প্রদান করা হয়েছে।
যেহেতু পবিত্র কুরআনে এই নবীদের নাম উল্লেখ আছে এবং
আমরা জানি যে, মহান আল্লাহ মানুষদের হেদায়েতের পথ দেখাতে যুগে যুগে নবী রাসুল প্রেরণ
করেছিলেন তাহলে হযরত মুহাম্মদ (স) ইসলামের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা নন। তিনি ছিলেন
সকল নবী রাসুলের সরদার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ্য মানব, হযরত মুহাম্মদ (সা) এর চেয়ে শ্রেষ্ঠ
মানব পৃথিবীতে এখন পর্যন্ত কেউ আসেন নি এবং কোনদিন আসবেন না। তাই মহানবী হযরত মুহাম্মদ
(সা) মানুষ জাতির শ্রেষ্ঠ্য মানব, মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের প্রেরিত সর্বশেষ নবী
ও রাসুল যার হাতে মহান আল্রাহ ইসলামকে পূর্ণতা দান করেছেন, মানব জাতির জন্য পূর্বের
সকল আসমানী গ্রন্থ বাতিল করে পবিত্র কুরআন মজিদকে কিয়ামত পর্যন্ত মানুষের পথ চলার গাইডলাইন
হিসেবে দান করেছেন।
আমারা
এই আলোচনার মাধ্যমে ষ্পষ্ট হলাম যে, প্রত্যেক নবী রাসুলগণই মুসলিম ছিলেন, তারা সবাই
এক আল্লাহর দাসত্ব করার জন্য মানুষের কাছে দাওয়াত দিতেন এবং মানুষকে সঠিক পথে চলার
নির্দেশনা দিতেন। সুতরাং সবচেয়ে পুরাতন, আধুনিক জীবন ব্যবস্থা এবং মহান আল্লাহর নিকট
একমাত্র মনোনিত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আ’লামীন আমাদের সবাইকে
ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার তাওফিক দান করুন। (আমীন)
No comments:
Post a Comment