৩ টি উপবৃত্তির জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে - জেনে নাও - info store bd

Latest

All in One

৩ টি উপবৃত্তির জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে - জেনে নাও

 ৩ টি উপবৃত্তির জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে - জেনে  নাও



সকল  শিক্ষার্থীদের জন্য রয়েছে সু-সখবর। বর্তমানে তিন ধরনের উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীরা খুব সহজে আবেদন করেও উপবৃত্তি পেতে পারে।

যদি শিক্ষার্থী ৩টি উপবৃত্তির আবেদন করে তাহলে সে যে কোন একটি উপবৃত্তি পেয়ে যেতেই পারে স্বাভাবিক ভাবে।



কি কি উপবৃত্তি রয়েছে ? কিভাবে আবেদন করতে হবে ? যাবতীয় সকল তথ্য তলে ধরা হল।




প্রথমে আমরা সরকারি আর্থিক অনুদান প্রসঙ্গে কথা বল। বর্তমানে শিক্ষা মন্ত্রনালয় থেকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে,

যে খানে সকল শিক্ষার্থীরা অনুদানের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অনার্স-মাষ্টার্স 

শিক্ষাথীরা উপবৃত্তির জন্য সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম অনলাইন ভিত্তিতে পরিচালনা করা হয়ে থাকে। 


আবেদনের যোগ্যতা নির্ধারন করা হয়নি তাই সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।

শিক্ষার্থীকে জন্ম নিবন্ধন সনদ নম্বর দিতে হবে সাথে প্রতিষ্ঠানের প্রত্যয়ন সংযুক্ত করে দিতে হবে।

৩ টি উপবৃত্তির জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে - জেনে  নাও







এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ষষ্ঠ এবং একাদশ শ্রেণির


শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। দুই বছর মেয়াদী শিক্ষার্থীকে টাকা পরিশোধ করবে শিক্ষা মন্ত্রণালয়।

উপবৃত্তি পাওয়ার জন্য তাদের একটি আবেদন করতে হবে, এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না।



তারা একটি আবেদন ফরম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবে পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন ফরম


আনুষ্ঠানিকভাবে অনলাইনে সাবমিট করা হবে। আবেদন ফরমের শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য শিক্ষাগত তথ্য এবং পারিবারিক তথ্য দরকার হবে। সঠিক তথ্য দিয়ে শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করে, শিক্ষকের নিকট জমা দিবে। পরবর্তীতে শিক্ষকরা তা অনলাইনে সাবমিট করবেন, মেধাবী রোগা গ্রস্থ সুবিধাবঞ্চিত উপজাতি দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের কে গুরুত্ব দিয়ে এই মুভিটি কার্যক্রম পরিচালনা করা হবে।


৩ টি উপবৃত্তির জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে - জেনে  নাও








এছাড়াও রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সহায়তা রয়েছে। এখানে শিক্ষার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম পরিচালনা করা হবে,

যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারছে না। অন্যটা সমস্যার কারণে তাদের ভর্তি সহায়তা প্রদান করা হবে অর্থাৎ যারা বর্তমানে ভর্তি হয়েছে কিন্তু টাকার সমস্যা রয়েছে। তারা এখানে বৃদ্ধি পেতে পারে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আবেদন করতে পারবে।



৩ টি উপবৃত্তির জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে - জেনে  নাও








No comments:

Post a Comment